Wellcome to National Portal
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

১.  SDG (Sustainable Development Goal) এর স্বাস্থ্য সংক্রান্ত লক্ষ্যগুলো অর্জনের লক্ষ্যে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরও কমিয়ে আনা।

২.প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি

৩. ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের মাধ্যমে ক্রমবর্ধমান জনসংখ্যার স্বাস্থ্যসেবা নিশ্চিত রাখা৷ 

৪. ২৪/৭ ল্যাবরেটরি সুবিধা চালু রাখা 

৫.হসপিটাল ডেলিভারি (প্রসব) এর হার আরো বৃদ্ধি করা। 

৬.জনগণের পুষ্টির স্তর উন্নয়নে সচেতনতামূলক ভূমিকা পালন করা৷ 

৭.NCD Corner (Non-communicable  Disease) কে One Stop Service Corner হিসেবে উন্নীত করে দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে আরো সহজতর করে তোলা